ক্ষুদ্র ব্যবসা ও দাতব্য সংস্থাগুলোর জন্য অনুদান তহবিল
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ মহামারী মোকাবেলার অংশ হিসেবে সরকার স্মল বিজনেস গ্র্যান্ট ফান্ড এবং দ্যা রিটেল, লেজার এন্ড হসপিটালিটি গ্র্যান্ট ফান্ড এর মাধ্যমে ছোট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দিচ্ছে।যদিও এই তহবিল অনেকের জন্য স্বস্তি বয়ে আনলেও নির্দিষ্ট ক্যাটাগরির অন্তর্ভূক্ত না হওয়ায় এবং বিজনেস রেটপেয়ার্স না হওয়ায় কিছু কিছু ব্যবসায় এই অনুদানগুলো থেকে বাদ পড়েছে।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ক্ষুদ্র ব্যবসা, মার্কেট ট্রেডার্স এবং চ্যারিটি বা দাতব্য সংগঠনগুলো, যারা আগের স্কীমগুলোতে আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারেনি, তাদেরকে সহায়তা দেয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন অনুদান স্কীম চালু করা হয়েছে। এই স্কীমে আবেদন গ্রহণ কার্যক্রম ১৫ জুন থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৬ জুলাই ২০২০ সোমবার।