খানা-খন্দে ভরপুর দক্ষিণ সুরমার কদমতলিী-ফেঞ্চুগঞ্জ সড়ক
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ খানা-খন্দে ভরপুর দক্ষিণ সুরমার কদমতলি-ফেঞ্চুগঞ্জ সড়ক। সাম্প্রতিক বন্যায় সড়কের মধ্যখানে বেশ কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত প্রায় মিনিপুকুরে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে প্রতিদিন এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। এ কারণে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।সিলেটের প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বর, সিলেট-ঢাকা মহাসড়ক, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক, শাহজালাল উপশহর সড়ক ও কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন সড়কের যোগাযোগ কদমতলি পয়েন্ট দিয়ে। গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এ সড়ক দিয়ে চলাচলকারীরা অভিযোগ করে বলেন, কর্তৃপক্ষ এদিকে নজর দিচ্ছে না। সংশ্লিষ্টদের নিতান্ত অবহেলার কারণে এ গর্তে পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে ভুক্তভোগীদের আশঙ্কা।চলাচলকারীরা জানান, সড়কে বড় বড় গর্ত হলেও ঝুঁকি নিয়ে রোগীবহনকারী গাড়ি, শিক্ষার্থী, পথচারীসহ জনগণ চলাচল করছেন। বিশেষ করে রাতে অনেক গাড়ির লাইটের আলো কম থাকে, সে সময় বেশি দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এভাবে ঝুঁকির মধ্যে যানবাহন চলাচল করলে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে দ্রুত সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান ভুক্তভোগীরা।
জনৈক যানবাহন চালক জানান, সড়কের অবস্থা খুব খারাপ থাকার কারণে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে যানবাহন। এছাড়া একাধিক বড় বড় গর্ত দিয়ে গাড়ি চালানো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় দুর্ঘটনা ঘটছে হর-হামেশা। সম্প্রতি ভাঙা ওই সড়কে রিকশা উল্টে আহত হয়েছেন কয়েকজন। জনৈক মোটরসাইকেল চালক জানান, ভাঙা সড়কের গর্তের ওপর মোটরসাইলের চাকা উঠলেই তা পিছলে দুর্ঘটনা ঘটছে। সড়কে ভাঙ্গা ও গর্তের কারণে রিক্সা চালাতেও হিমশিম খাচ্ছেন চালকরা।জানা যায়, সাম্প্রতিক বন্যার পানির নিচে ছিলো সিলেট সিটি করপোরেশন এলাকার ১৪টি ওয়ার্ডের ২৫০ কিলোমিটার সড়ক। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী বিধায়ক রায় চৌধুরী জানিয়েছেন, মহানগরী এলাকার সড়কসহ বন্যার সামগ্রিক ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ চলছে। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, ক্ষতিগ্রস্ত বাসাবাড়ির তালিকা প্রণয়ন এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে একটি উচ্চতর সমন্বয় কমিটি গঠন করেছে সিসিক।এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে তালিকা প্রণয়ন করা হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কের কাজ করা হবে।