খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ৩০ মার্চ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু অধিকাংশ মামলা উচ্চ আদালতে স্থগিত থাকায় শুনানি পেছানোর আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর বিচারক তাদের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।মামলাগুলোর মধ্যে রয়েছে— রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানার নাশকতার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।২০১৭ সালের ২৫ জানুয়ারি মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে রাষ্ট্রদ্রোহের একটি মামলা করা হয়।২০১৫ সালের নাশকতা মামলায় যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করে সংশ্লিষ্ট থানা পুলিশ। ওই বছরই দারুসসালাম থানায় নাশকতার আরও ৮টি মামলা করা হয়। এসব মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলীয় অন্য নেতাকর্মীদের আসামি করা হয়।