খেলাধুলায় দক্ষিণ সুরমার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: আবু জাহিদ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, খেলাধুলায় দক্ষিণ সুরমার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে খেলোয়াড়দের আরও মনোযোগী হতে হবে। তিনি বলেন, নিজেদের ভালো খেলোয়ার হিসেবে গড়ে তুলতে পারলে নিজের ও দেশের সুনাম বেড়ে উঠবে।গত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়েজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুধর্ব-১৭) ২০২২-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।ইউএনও নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহিম আহমদ, কামালবাজার ইউপি চেয়ারম্যান একরামুল হক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল।ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে তেতলী ইউনিয়ন অনুধর্ব-১৭ দলকে হারিয়ে কামালবাজার ইউনিয়ন অনুধর্ব-১৭ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলায় রেফারি ছিলেন আক্কাছ উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন, কাওছার আহমদ ও শামীম আহমদ।