গণতন্ত্র বজায় রাখতে আইনের শাসনের বিকল্প নেই :বিচারপতি ওবায়দুল হাসান
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, গণতন্ত্র বজায় রাখতে হলে আইনের শাসনের কোন বিকল্প নেই। তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূঁয়সী প্রশংসা করে বলেন, বিচার বিভাগ বাংলাদেশের ধনী-গরীব সবার জন্য উন্মুক্ত। বিচারপ্রার্থীরা এক কোর্টের বিচারে খুশি না হলে আরেক কোর্টে আপীলের ব্যবস্থা আছে। এ সময় তিনি সুনামগঞ্জের ডিসি, এসপি ও বিচারিক পদের একে অন্যের সাথে ভালো সম্পর্কের প্রশংসা করেন।সুনামগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ৩ জুলাই সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমান বাবুল। এ সময় বিচারপতির সহধর্মিণী বেগম নাফিসাবানুসহ সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিচারপতি আরও বলেন, দূর-দূরান্ত থেকে আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীরা যাতে একস্থানে বসে বিশ্রাম করতে পারে সে জন্য সারা দেশেই নির্মিত হচ্ছে বিশ্রামগার ‘ন্যায়কুঞ্জ’।অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন নতুন কোর্ট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা তাজুল ইসলাম। পরে বিচারপতি আদালত প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন।