গণপরিবহনে চলাচলের সময় মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ করোনাভাইসরাস সংক্রান্ত পরামর্শ ও বিধিনিষেধের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছে সরকার।এর মধ্যে রয়েছে,গণপরিবহনে চলাচলের সময় জার্নির পুরোটা সময়ই মাস্ক পরা বা মুখ ঢেকে রাখাকে বাধ্যতামূলক করা হয়েছে।১৫ জুন সোমবার থেকে চালু হওয়া নতুন এই নিয়ম অনুযায়ি অন্যদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা হ্রাস করতে ট্যাক্সি এবং প্রাইভেট হায়ার ভেহিক্যালে (ব্যক্তিগত ভাড়াকরা গাড়ি) অবস্থানকালীন পুরোটা সময়ও মুখ ঢেকে রাখতে হবে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,যতটুকু সম্ভব, গণপরিবহনে যাতায়াত এড়ানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে। এছাড়া ব্যস্ত স্টেশনগুলো এবং পিক টাইমে (ভোর ৫.৪৫ টা – ৮.১৫টা এবং বিকাল ৪টা – ৫.৩০টা পর্যন্ত) যাতায়াত না করতেও পরামর্শ দেয়া হয়েছে।
ভিড়ের মধ্যে বা আবদ্ধ স্থানে, যেমন দোকানপাটের ভেতরে লোকজনকে অবশ্যই মাস্ক পরতে হবে।আরো যেসকল গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, তার মধ্যে রয়েছে:যদি আপনি একা একা বাস করেন অথবা নির্ভরশীল বাচ্চা সহ একমাত্র অভিভাবক (সিঙ্গল প্যারেন্ট) হন,তাহলে আপনি অন্য কোন পরিবারের সাথে ‘সাপোর্ট বাবল’ তৈরী করতে পারবেন।উপাসনালয় যদি ব্যবহারের উপযোগী নিরাপদ করা হয়ে থাকে,তাহলে আপনি সেখানে একা প্রার্থনা করার জন্য যেতে পারবেন।১৫ জুন থেকে সকল দোকান পাট এবং কিছু কিছু আউটডোর আকর্ষন যেমন ড্রাইভ-ইন সিনেমা,জু ও সাফারি পার্কও দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে।বিস্তারিত তথ্য জানতে সরকারী এবং এনএইচএস এর ওয়েবাসইট ভিজিট করুন।