গার্ড মুলার ট্রফি জয় করলেন লিওয়ানদোস্কি
নিউজ ডেস্ক
সত্যবাণী
প্যারিস: গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গার্ড মুলার ট্রফি জয় করেছেন বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি। এনিয়ে টানা দ্বিতীয় বছরের মত ব্যালন ডি অ’র অনুষ্ঠানে দেয়া এই পুরস্কার জিতলেন লিওয়ানদোস্কি । ৩৪ বছর বয়সী লেভা বায়ার্ন মিউনিখ থেকে গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দেন। তার আগে বেভারিয়ান্সদের হয়ে ক্লাব ফুটবলে ও পোল্যান্ডের হয়ে জাতীয় দলে সর্বমোট ৫৬ ম্যাচে করেছেন ৫৭ গোল। ৩৫ গোল করে বুন্দেসলিগায় হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠানে মৌসুমের সর্বোচ্চ গোলদাতার জন্য গত বছর থেকে প্রথমবারের মত এই গার্ড মুলার ট্রফি প্রবর্তিত হয়। বুন্দেলিগার হয়ে এক মৌসুমে রেকর্ড গোলের কৃতিত্ব অর্জন করে লিওয়ানদোস্কি এই পুরস্কার জয় করেন। যদিও এখনো সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অর পাওয়া হয়নি এ তারকার। এক বছর আগে মেসির কাছে অল্প ভোটে হেরে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল লিওয়ানদোস্কিকে। ২০২০ সালে অবশ্য এই পুরস্কারের জন্য শক্তিশালী প্রার্থী ছিলেন তিনি কিন্তু করোনা মহামারীতে সে বছর বাতিল করা হয়েছিল পুরো আয়োজন।