গোলাপগঞ্জে ভাতিজার হামলায় প্রাণ গেল চাচার

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের গোলাপগঞ্জে সালিশ বৈঠক চলাকালে ভাতিজাদের হামলায় গুরুতর আহত হয়ে বৃদ্ধ চাচা সিরাজ উদ্দিন (৭৫) মারা গেছেন।৩০ মে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সিরাজ উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী একাটুমা গ্রামের বাসিন্দা।গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা জানান, গত ১ মার্চ রাতে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে শালিস বৈঠক চলাকালীন কথা-কাটাকাটির একপর্যায়ে নিহত বৃদ্ধের ভাতিজারা দেশীয় অস্ত্র নিয়ে সিরাজ উদ্দিনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পিতাকে বাঁচাতে ছেলে জাকির আহমদ (২৭) এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি আঘাত করে আহত করেন আসামিরা। এ সময় হামলার শিকারদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন।এ ঘটনায় আহত জাকির আহমদ (২৭) বাদী হয়ে ২জনকে আসামি করে ঘটনার ২দিন পর ৩ মার্চ রাতে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর পর থেকেই সিরাজ উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার।তিনি বলেন, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার ১নং আসামি আজির উদ্দিনের ছেলে ছালেহ আহমদকে (৩৬) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আরেক আসামি এখনো পলাতক রয়েছে।

You might also like