গোলাপগঞ্জে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের গোলাপগঞ্জে ১জন সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।৫ জুন সোমবার উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের মো. আব্দুল মছব্বিরের ছেলে সাজ্জাদুর রহমান, পূর্বভাগ এলাকার সিরাজ উদ্দিন মাস্টারের ছেলে বাহার উদ্দিন বাহার, রফিপুর গ্রামের সুফি মিয়ার ছেলে লিপন আহমদ ও বাঘা গোলাপনগর কান্দিগাঁও গ্রামের বদরুল আলমের ছেলে জামিল আহমদ।গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ৫ জুন সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৈয়দ জহির আলী ও একলাছ মিয়া, এএসআই সমীরণ চন্দ্র দেব ও মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক।