ঘটনাস্থল বিশ্বনাথের শাহজিরগাঁওঃ মাজারে প্রবেশের রাস্তা ও গেইট ভাংচুর
সিলেট অফিস
সত্যবাণী
সিলেটের বিশ্বনাথ উপজেলার এক মাজারে প্রবেশের পাকা রাস্তা উপড়ে ফেলা ও গেইট ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত।
বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, ২১ এপ্রিল রোববার দিবাগত গভীর রাতে পৌরসভার শাহজিরগাঁও গ্রামে অবস্থিত হযরত হেকিম শাহ (রহ.) মাজারের পাকা রাস্তা ও গেইট ভাংচুর করে স্টিলের তৈরি গেইট নিয়ে গেছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৩টি সিএনজিচালিত অটোরিকশা আটক করে থানায় নিয়ে যায়। কিছুদিন পূর্বে হেকিম শাহ (রহ.)’র নাতি যুক্তরাজ্য প্রবাসী মুক্তার আলী দেশে এসে এই গেইট নির্মাণ ও মাজারের রাস্তা সিসি ঢালাই করেন। অথচ রোববার দিবাগত গভীররাতে মাজারে যাওয়ার এই রাস্তা উপড়ে ফেলে ও গেইট ভাংচুর করে চুরি করা হয়েছে।
জানতে চাইলে থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী ৩টি অটোরিকশা আটকের সত্যতা স্বীকার করে বলেন, এই মাজারের রাস্তা ও গেইট নির্মাণ নিয়ে কয়েকমাস থেকে গ্রামের কিছু লোকজন ও হেকিম শাহ’’র পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে ১৪৪ ধারা জারীও করা হয়েছিল। তারপরও এ ঘটনার দায়ে আদালতে একটি প্রতিবেদন দেয়া হবে বলে তিনি জানান।