ঘূর্ণিঝড় হামুন: কক্সবাজারের ৭০ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত

নিউজ ডেস্ক
সত্যবাণী

কক্সবাজার: ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজারের ৭১ ইউনিয়নের মধ্যে ৭০ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে সরকারি সহায়তা পৌঁছার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।বুধবার ২৫ অক্টোবর তাদের সহায়তার কথা জানানো হয়। বৃহস্পতিবার সকাল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা চাল ও ঢেউটিন বিতরণ করা হবে।এবারের ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মহেশখালী কুতুবদিয়া ও কক্সবাজার পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড এ। ক্ষয়-ক্ষতির প্রাথমিক তথ্য প্রকাশ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৭০ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চার লাখ ৭৬ হাজার ৭৪৯ জন মানুষ। সম্পূর্ণ ক্ষতি হয়েছে ৫ হাজার ১০৫টি কাঁচা ঘরবাড়ি। আংশিক ক্ষতি হয়েছে ৩২ হাজার ৭৮৯টি বসতঘর।জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড়ে ২৩টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। ৪৯৬টি স্থানে তার ছিড়ে গেছে। ফলে কুতুবদিয়া মহেশখালী ও কক্সবাজার শহরের সিংহভাগ এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি।বৃহস্পতিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, ইতোমধ্যে নগদ অর্থ, জিআর চাল ও ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে।

You might also like