ঘূর্ণিঝড় অ্যালেক্স আঘাত হানতে যাচ্ছে ব্রিটেনে
নিউজডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ শক্তিশালী ঘূর্ণিঝড় অ্যালেক্স আঘাত হানতে যাচ্ছে ব্রিটেনে।বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যেই ব্রিটেনে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড়টি।ইতোমধ্যেই এই ঝড়ের কারণে হলুদ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।
এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে,ঝড়ের সময় সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে।এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টা প্রতি ১০০ কিমি থেকে ১০৪ কিমি। এছাড়া ঝড়ের প্রভাবে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে।কর্তৃপক্ষ বলছে, শক্তিশালী এই ঝড়ের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।খারাপ আবহাওয়ার কারণে ইংল্যান্ডের দক্ষিণ ভাগে রাস্তা,রেল,বিমান ও ফেরি পরিবহনে বিঘ্ন ঘটতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।ঝড়ো হাওয়ার কারণে ব্রিটেনের একাধিক জায়গায় তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন,যেহেতু ঠাণ্ডা বাতাস ঢুকছে তাই এই তাপমাত্রা কমার ব্যাপারটা স্বাভাবিক।