চট্টগ্রাম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

বাংলাদেশঃ সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।দেশের ৯৮তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হলো ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার ইয়াসির আলির। ৫৭টি প্রথম শ্রেনির ম্যাচে ৯টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৯৮০ রান করেছেন ইয়াসির।সিরিজের প্রথম টেস্টের একাদশে সুযোগ হয়নি- নুরুল হাসান সোহান, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজার।গতকাল প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষনা করেছিলো পাকিস্তান। ঐ দল থেকে একাদশে সুযোগ হয়নি ইমাম-উল হকের। তবে অভিষেক হচ্ছে ওপেনার আব্দুল্লাহ শফিকের।

বাংলাদেশ একাদশ : মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলি, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলি, নোমান আলী, সাজিদ খান ও শাহিন শাহ আফ্রিদি।

You might also like