চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত, নিহত ১৬

নিউজ ডেস্ক
সত্যবাণী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় ঘাটে অবস্থান করার সময় আকস্মিক বজ্রপাতে বরসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা সবাই বরযাত্রী। ঘটনার সময় তারা ঘাটে অবস্থান করছিলেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকায় করে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বৃষ্টি নামলে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকার দুড়াউড়ি ঘাট এলাকার একটি টিনের ঘরে তারা আশ্রয় নেয়। এ সময় হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়। আকস্মিক এই বজ্রপাতে ঘটনাস্থলেই নিহতদের মধ্যে বরও রয়েছেন।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নিহতরা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।এ দিকে, শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি বলেন, আলীনগর ঘাটে মরদেহগুলো রয়েছে। লাশগুলো নৌকাযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে।তিনি বলেন, এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। এছাড়া আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

You might also like