চুনারুঘাটে বীমা ও এনজিও কর্মীদের চাপাচাপিতে অতিষ্ঠ জনসাধারণ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায বীমা ও এনজিও কর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে মানুষের বাড়ি-বাড়ি গিয়ে বীমা ও এনজিও সদস্যভূক্তির নামে কৌশলে ফাঁদে ফেলে হয়রানি করছে।চুনারুঘাট থেকে সংবাদদাতা জানান, হঠাৎ করে চুনারুঘাট উপজেলায় বীমা ও এনজিও কর্মীদের কর্মকান্ড বেড়ে গেছে। তারা বাড়ি-বাড়ি গিয়ে বীমা ও এনজিওতে সদস্যভূক্তির জন্য সাধারণ মানুষজনকে অহেতুক চাপাচাপি শুরু করছে। স্থানীয় এক সমাজসেবী বলেন, বিভিন্ন খ্যাত-অখ্যাত বীমা ও এনজিও লোকাল প্রতিনিধি নিয়োগ দিয়ে, তার মাধ্যমে বীমা সদস্য হলে প্রতি বীমায় ৩/৪ হাজার টাকা তাকে কমিশন দেয়া হয় তাদের। সেই কারণে বীমা ও এনজিও’র প্রতিনিধি ও কর্মীরা মানুষের বাড়িতে বাড়িতে ধর্ণা দেয়। অন্য আরেকজন বলেন, একটি বীমা কোম্পানিতে আমার বীমা করা আছে। তবুও অন্য আরেক বীমা কোম্পানির সদস্য বীমা করানোর নামে ৩/৪ মাস ধরে আমার বাড়িঘর ছাড়ছেন না। এমনও অবস্থায় আমি বাধ্য হয়ে বীমা করি। বিভিন্ন সূত্রে জানায়, উপজেলায় ভূইফোঁড় কিছু বীমা ও এনজিও হঠাৎ বৃদ্ধিতে, তাদের কর্মীদের পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে গিয়ে তারা বীমা ও এনজিও সদস্যভূক্তির নামে মানুষের হয়রানি করছে। এতে অনেকে ক্ষুব্দ হচ্ছেন। অনেক সহজ সরল মানুষ তাদের ছলনায় পড়ে বাধ্য হয়ে বীমা ও এনজিও’র সদস্য হচ্ছে। এমনকি কিছু ভূইফোঁড় বীমা ও এনজিও এবং তাদের নিয়োগকৃত কর্মীদের ফাঁদে পড়ে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। এমন অভিযোগ সচেতন মহলের।এ ব্যাপারে চুনারুঘাটের ইউএনও সিদ্ধার্থ ভৌমিককে বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি শুনেছি। শিগগিরই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

You might also like