ছাতক ইউএনও অফিসের জারীকারক আর নেই-বিভিন্ন মহলের শোক প্রকাশ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জারীকারক সুভাষ রঞ্জন দাস (৩৬) আর নেই। সোমবার রাতে পৌর শহরের কুমনা মহল্লায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবার সুত্রে জনা যায়, তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।মঙ্গলবার সকালে তাকে ছাতক কেন্দ্রীয় শ্মশান ঘাটে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ তালুকদার, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক চান মিয়া চৌধুরী, উপজেলা হিন্দু মহাজোট নেতা রঞ্জন কুমার দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট উপজেলা শাখার নির্বাহী সভাপতি মিশন চন্দ মিশু।পৃথক পৃথক বার্তায় নেতৃবৃন্দ সুভাষ রঞ্জন দাস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।