ছাতক থানা পুলিশের অভিযানে ভূয়া ওসি গ্রেফতার=

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক থানার ওসি,এএসপি পরিচয়ে প্রতারনা করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ।শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার একটি এলাকা থেকে সাদ্দাম হোসেন (৩০) নামে ওই প্রতারককে গ্রেফতার করা হয়। তথ্য প্রযুক্তির ব্যাবহারের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন ( ছাতক সার্কেল), ওসি মাহবুবুর রহমান। জানা যায়, ভূয়া ওসি সাদ্দাম হোসেন এর নেতৃত্বে সারাদেশে গড়ে তোলা হয়েছে একটি সিন্ডিকেট প্রতারক চক্র । এই প্রতারক চক্র টাকার বিনিময়ে চাকরিতে পদোন্নতি, চাকরি দেয়া, উপবৃত্তি, আসামীদের জামিনসহ যেকোনো মামলার সুরাহা করে

দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এই চক্রের সদস্যরা নিজেকে কখনও থানার ওসি, এএসপি হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে থাকে এমন অভিযোগ দীর্ঘদিনের। প্রতারণার সুবিধার জন্য তিনি ফেইসবুকে পুলিশের পোশাক পরে ছবি আপলোড, ওয়াকিটকি হাতে নিয়ে কথা বলার ভঙ্গিমান ছবিও ব্যবহার করা হয়। এ চক্রের মুলহোতা সাদ্দাম হোসেনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও তার সহযোগীরা পলাতক রয়েছে। পুলিশ সুত্র জানায়, এই চক্রের সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় ছাতক থানার এস আই শাহিন আহমদ বাদী হয়ে প্রতারক সাদ্দাম হোসেনকে প্রধান আসামী সহ ৮জনের নাম উল্লেখ করে একটি মামলা মামলা নং -৯, তারিখ -১৮/০২/২০২২ ইং দায়ের করা হয়।এ বিষয়ে ছাতক থানার ওসি মাহবুবুর রহমান জানান, গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রতারক সাদ্দাম হোসেন সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

You might also like