ছাতক পাথর ব্যবসায়ী সমিতির কমিটি গঠন সম্পন্ন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের সুদীর্ঘ কালের বাণিজ্যিক ঐতিহ্য বহনকারী ব্যবসায়ী সংগঠন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির ২০২০-২১ সালের দিবার্ষিক কার্যকারী পরিষদের কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। হাজী মো. ফজলু মিয়া চৌধুরীকে সভাপতি ও হাজী মো. আবুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী ৭ ডিসেম্বরের মধ্যে মাসিক চাঁদা পরিশোধ করে ভোটার হওয়া, ৮ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১০ ও ১১ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১২ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র বিষয়ে আপিল ও শুনানী, ১৫ ডিসেম্বর

প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও ২৬ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহনের তারিখ থাকলেও ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী কোন প্রতিদন্ধি প্রার্থী না থাকায় সভাপতি পদে চাকা প্রতীকে হাজী মো. ফজলু মিয়া চৌধুরী, সহ সভাপতি পদে উড়োজাহাজ প্রতীকে হাজী মো. আলী আজগর সোহাগ, সহ সভাপতি পদে দোয়াত কলম প্রতীকে হাজী মো. আরিছ উদ্দিন সাধারণ সম্পাদক পদে কাপ-পিরিছ প্রতীতে হাজী মো. আবুল হাসান, সহ সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীকে হাজী মো. ছালেক মিয়া, কোষাধ্যক্ষ পদে তালা চাবী প্রতীকে হাজী মো. হাতেম লিটন, প্রচার সম্পাদক পদে আম প্রতীকে হাজী মো. বাবুল মিয়া, দপ্তর সম্পাদক পদে টেলিভিশন প্রতীকে হাজী মো. সুজন মিয়া, কার্যকরী সদস্য পদে রিক্সা প্রতীকে মো. সাদিক মিয়া তালুকদার, কার্যকরী সদস্য পদে সিলিংফ্যান প্রতীকে নেছার আহমদ, কার্যকরী সদস্য পদে পান প্রতীকে মো. আদনান হোসেন মিজান, কার্যকরী সদস্য পদে ফুটবল প্রতীকে মো. ইকবাল হোসেন রানা কে আর কোন প্রতিদন্ধি প্রার্থী না থাকায় গত ২৬ ডিসেম্বর সমিতির প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত ঘোষনা করেন।

You might also like