ছাতক লকডাউনের দ্বিতীয় দিনে চব্বিশ হাজার টাকা জরিমানা

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে লকডাউনের দ্বিতীয় দিনে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩৬ টি মামলায় ২৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পযন্ত উপজেলার বিভিন্ন জায়গায় ভ্যাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়।করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় ও লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রিট মামুনুর রহমান ২২টি মামলায় ২১ হাজার ২০০ টাকা, সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৪টি মামলায় ২৫০০ টাকাসহ মোট ২৩ হাজার ৭০০ টাকা জরিমানা জরিমানা আদায় করা হয়।

এদিকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষে কার্যক্রম পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরজুড়ে অপ্রয়োজনীয় সব দোকানপাট-বিপণীবিতান বন্ধ রয়েছে। জরুরি পরিসেবা ছাড়া বন্ধ রয়েছে অনুমোদনহীন যানবাহন চলাচল। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই সড়কে উঠতে দেওয়া হচ্ছে না। আর যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন, তাদের মুভমেন্ট পাসসহ প্রয়োজনীয় কারণ ব্যাখ্যা করতে হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে। তবে হাসপাতাল ও বাজার কেন্দ্রিক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে।এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, লকডাউন চলাকালে সবাইকে সরকারের দেওয়া বিধি-নিষেধগুলো মেনে চলার আহ্বান করা হচ্ছে। এরপরও যদি কেউ বা কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

You might also like