ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ ছাতকের সুরমা নদীর গোয়ালগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করার খবর পাওয়া গেছে।ছাতক থেকে সংবাদদাতা জানান, কোম্পানীগঞ্জের ইজারাদার সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর গোয়ালগাঁওয়ে প্রবেশ করে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন দায়ে গণেশপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে বাবুল আহমদ (৪১)কে বালুমহাল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।৬ জুন মঙ্গলবার দুপুরে ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন এই অর্থদ- দেন। এ সময় এসআই শফিকুল ইসলামের নেতৃতে থানা পুলিশ সহযোগিতা করে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন জানান, সরকারি নির্দেশনা অমান্য করে কোম্পানীগঞ্জের ইজারাদার ছাতকে প্রবেশ করে অবৈধভাবে প্রতিদিন বালু উত্তোলন করে আসছিলেন। এ নিয়ে অভিযোগে পুলিশ নিয়ে সুরমা নদীর গোয়ালগাঁওয়ে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।