ছাতকে ইউনাইডেট একাডেমীর মত বিনিময় সভা

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে ক্রীড়া মোদিদের উদ্যোগে খেলা ধূলা ও বিনোধনে এলাকার যুব সমাজকে উৎসাহিত করে তুলতে গতকাল রোববার সকালে শহরের মন্ডলীভোগস্থ একাডেমির কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ফজলে এলাহী জুয়েলের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আনিসুর রহমান। এ সময় সভায় উপস্থিত ছিলেন ক্রীড়ামোদি মাসুক মিয়া, লাল মিয়া, মামুন আহমদ, আবু সাইদ, শিপু মালাকার। সভায় প্রধান অতিথির বক্তব্য মেয়র আবুল কালাম চৌধুরী বলেন যুব সমাজকে মাদক সহ মরনব্যাধী হতে ফিরাতে ফুটবল খেলা সহ নানা ধরনের খেলা ধূলায় উৎসাহিত করার বিকল্প নেই। খেলাধূলায় জড়িত না থাকার কারণে যুব সমাজ আজ ধ্বংসের পথে। আমরা পৌরসভার পক্ষ থেকে সাধ্যানুযায়ী সব ধরনের সহযোগিতা করে যাব যুবকদের খেলাধূলায় উৎসাহি করে গড়ে তুলতে। তিনি একাডেমিতে একটি এলইডি টিভি উপহার প্রদানের প্রতিশ্র“তি দিলে ক্রীড়ামোদিরা তাকে হাততালির মাধ্যমে অভিনন্দন জানান। সভার শুরুতে পুষ্প দিয়ে সাজানো নৌকা দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সভা শেষে একাডেমির পক্ষ থেকে একটি ক্রেষ্ট উপহার দেয়া হয় মেয়র আবুল কালাম চৌধুরীকে।

You might also like