ছাতকে ইউপি চেয়ারম্যানের ছেলের নামে সরকারী নলকূপ বরাদ্দ নিয়ে তোলপাড়

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জে ছাতকের কালারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অদুদ আলমের ছেলে শাহরিয়ার আলমের নামে গভীর নলকুপ বরাদ্দের নিয়ে উপজেলা জুড়ে তোলপাড় চলছে। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে সচেতন মহলে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।জানা যায়, ২০২০-২১ অর্থ বছরের ‘‘ সারাদেশে নিরাপদ পানি সরবরাহ ’’ প্রকল্পে স্থান পরিবর্তন করে ইউপি চেয়ারম্যান অদুদ আলম তার ছেলে শাহরিয়ার আলমের নামে একটি গভীর নলকুপ বরাদ্দ দেন। আর কাগজপত্রে নলকুপের স্থান উল্লেখ করা হয় ছাতক পৌরশহরের দক্ষিণ মন্ডলীভোগ এলাকায় অবস্থিত চেয়ারম্যানের নিজ বাসা। চেয়ারম্যান অদুদ আলম স্বাক্ষরিত নলকুপ বরাদ্দের এমন একটি পত্র উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ে জমা দেওয়া হয়। কিন্তু ইউনিয়ন পরিষদের বরাদ্দ পৌর এলাকায় দেওয়ার নিয়ম না থাকায় চেয়ারম্যান অদুদ আলমের ছেলের নামের বরাদ্দকৃত গভীর নলকুপটি বাতিল করেছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর।

এ বিষয়ে কালারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অদুদ আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নলকুপ বরাদ্দের লিষ্ট ফেসবুকে ছেড়ে দিয়েছি। এর বেশি কিছু বলার নেই।ছাতক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান বলেন, প্রতি ইউনিয়নে ৯টি করে নলকুপ বরাদ্দ দেওয়া হয়েছে। কালারুকা ইউপি চেয়ারম্যান ওয়াদুদ আলম একটি ড্রাফট তৈরি করে নিয়ে এসে পৗরসভা এলাকায় নলকুপ দেওয়া যাবে কি না তিনি জানতে চেয়েছেন। তিনি আরও বলেন, ঐ ড্রাফটের ৯ নাম্বার সিরিয়ালে ছিল তার ছেলে শাহরিয়ার আলমের নাম। ইউনিয়ন পরিষদের বরাদ্দ পৌর এলাকায় দেওয়ার নিয়ম না থাকায় দেওয়া যাবেনা জানিয়ে দিয়েছি। পরে তিনি ছেলের নাম কেটে ড্রাফট সংশোধন করে দিয়ে গেছেন। আর ঐ ড্রাফটের ছবি যে কেউ কৌশলে তুলে নিয়েছে।

You might also like