ছাতকে একই ঘরে মানুষ-গরুর বসবাস, এলাকাবাসীর প্রতিবাদ সভা

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার ছাতক সদর ইউনিয়নের বাউসা পয়েন্টে তসমিয়া ভেরাইটিজ ষ্টোর এর সত্তাধীকারী ফজলুল হকের দোকানের চালের টিন কেটে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। আজ বুধবার বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় চাইরচিরা রনমঙ্গল সুজন মিয়া চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম এর সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, ইউপি সদস্য আবু খালেদ, আলী হোসেন, সাবেক ইউপি সদস্য আলা উদ্দিন, নুরুল হক, মকসুদুল হাসান আতর, ইউপি সদস্য গিয়াস উদ্দীন, কাজী নরুল হক, আলহাজ এম এ কাদির, আব্দুল মালিক, শামিম আহমদ, ফজর আলী গেদা, আজাদ মিয়া, বকুল চন্দ, সুমন দাশ, তালেব আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত ১০ মার্চ বাউসা পয়েন্টে তসমিয়া হক ভেরাইটিজ ষ্টোর এর চালের টিন কেটে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। এছাড়াও গত ২৩ ফেব্রুয়ারী বাউসা বাজারে সুমন দাশ এর দোকানে একই কায়দায় টিনের চাল কেটে আরো প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। বাজারের দোয়েলের দোকান, আজির দোকান ও আসক আলীর দোকানেও চুরি ঘটনা সংঘটিত হয়। এছাড়াও এলাকায় গরু চুরির ঘটনা আশংকাজনক হারে বেড়ে গেছে। বক্তারা বলেন, এক বছরে প্রায় পনেরটি গরু চুরির ঘটনা ঘটেছে। গরু চুরি যাওয়ার ভয়ে গোয়াল ঘরে গরু-মানুষ বসবাস করছে। কোন কোন পরিবারে সদস্যরা পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছে।

বক্তারা আরো বলেন, এতগুলো ব্যবসা প্রতিষ্টান ও একাধিক হতদরিদ্র কৃষক পরিবারের গরু চুরির ঘটনা সংগঠিত হলো যা অত্যন্ত দু:খজনক। এসব ঘটনায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনার সাথে জড়িত দুস্কৃতিকারীদের আটক করতে পারেনি পুলিশ।প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষের উদ্দেশ্যে অনুরোধ করে বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার ভিতর চুরির সাথে জড়িতদের আটক করতে হবে। অন্যতায় এলাকাবাসী আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবে।এলাকায় চুরিসহ সকল ধরনের অপরাধ বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। সভায় ছাতক থানা পুলিশের প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন এসআই মাহফুজ। তিনি তার বক্তব্যে বলেন, চুরি বন্ধে মোবাইল টিম এর টহল বৃদ্ধি করা হয়েছে। গ্রাম পুলিশকে মোটিভেট করা হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও চুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি আশ^স্থ্য করেন।

You might also like