ছাতকে গোবিন্দগঞ্জ ভিত্তিক প্রাথমিক শিক্ষকদের জন্য বিনামূল্যে হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের নির্দেশে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি’র পক্ষে করোনা ভাইরাস (কভিড-১৯) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ ভিত্তিক প্রাথমিক শিক্ষকদের জন্য বিনামুল্যে হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ করা হয়েছে।বুধবার (আর্সেনিকাম এ্যালবাম-৩০) নামে ঔষধ বিতরণ করেন হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি,সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক -ডাঃ মুহাম্মদ সাজ্জাদুর রাহমান। গোবিন্দগঞ্জ ভিত্তিক প্রাথমিক শিক্ষকদের পক্ষে ঔষধ গ্রহন করেন,শিক্ষক নেতা রেজ্জাদ আহমদ।এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সংবাদিক ফোরাম, ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কর্মী ফজল উদ্দিন, হ্যানিম্যান হোমিওপ্যাথি ছাত্র সংগঠন,সিলেট বিভাগের অন্যতম সদস্য নিরঞ্জন দেবনাথ শশী,হ্যানিম্যান হোমিওপ্যাথি ছাত্র সংগঠন, কলেজ শাখার সহ সাহিত্য বিষয়ক সম্পাদক আইনুল হক প্রমুখ।