ছাতকে চোরাই মালামালসহ সফিকুল ইসলাম আটক
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে চোরাই মালামালসহ এক চুরকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতের নাম সফিকুল ইসলাম (৩৪)। সে উপজেলার কুমনা বাজনামহল গ্রামের বাসিন্দা।আজ রোববার বিজ্ঞ আদালতে সেচ্ছায় ১৬৪ ধারা মতে স্বীকারোক্তি প্রদান করেছে বলে থানা পুলিশ সুত্র নিশ্চিত করেছে। শনিবার (১৮ জুলাই) রাত ১১ টায় কুমনা বাজনা মহল গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, উপজেলার মল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাতিরকান্দি গ্রামের আক্তার হোসেন এর ওয়ার্কশপ এর তালা ভেঙ্গে গত ১৪ জুন দিবাগত রাত অজ্ঞাতনামা চোরেরা ০২টি ওয়েল্ডিং মেশিন, পানির মটর, চেইনকপ্পাসহ ৪ লাখ ৬০ হাজার টাকার বিভিন্ন মালামাল চুরি কওে নিয়ে যায় চোরেরা।এ ঘটনায় ওয়ার্কশপের মালিক আক্তার হোসেন গত ১৮ জুলাই অজ্ঞাত নামা আসামী করে ছাতক থানায় মামলা নং ২২ দায়ের করেন।
সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল জনাব বিল্লাল হোসেন, ইন্সপেক্টর তদন্ত মঈন উদ্দিন, ইন্সপেক্টর অপারেশন মিজানুর রহমান এর দিক নির্দেশনায়় মামলার তদন্তকারী অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার গুপ্তচর নিয়োগের মাধ্যমে মামলার রহস্য উদঘাটনসহ চোরাই যাওযা মালামাল হতে ২টি ওয়েল্ডিং মেশিং, একটি পানির মটর, গাড়ী তোলার একটি চেইন কপ্পা মালামালসহ চুরের মুল হোতা সফিকুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করতে সক্ষম হন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান পিপিএম মালামাল উদ্ধারসহ গ্রেফতারের সত্যতা নিশ্চত করেছেন।