ছাতকে জামাইয়ের হাতে শশুর খুন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে পারিবারিক কলহের জেরে জামাই’র হাতে শ্বশুর খুন হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮ ঘটিকার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ধারন গ্রামে ঘটনা ঘটে।এ সময় সিএনজি অটোরিকশা চালক সেলিম আহমদের এলোপাতাড়ি রডের আঘাত ও ধারালো অস্ত্রের কুপে তার শ্বশুর মকবুল মিয়া (৫০) আহত হলে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত মকবুল মিয়ার ছেলে আলী ইমরানসহ আরো ১ জন আহত হয়েছেন। আহতরা সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির। পুলিশ এ ঘটনায় ঘাতক সেলিম ও তার ছোট ভাই আইন উদ্দিনকে আটক করে বলে পুলিশ হেফাজতে রেখেছে বলে জানা গেছে।জানা যায়, প্রায় ৭ মাস আগে সেলিম আহমদের স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেন। মেয়ে সন্তান জন্ম হওয়ায় মেনে নিতে পারেনি সেলিম ও তার পরিবার। সম্প্রতি ৭ মাস বয়সি কন্যা সন্তান ডায়রিয়ায় আক্রান্ত হলে চিকিৎসা না দিয়ে চরম অবহেলা করেন সেলিম আহমদ। গত কয়েকদিন ধরে বাড়িতে আসেননা সেলিম। এই খবর পেয়ে শ্বশুর বাড়ির লোকেরা আসলে সেলিম ও তার পরিবারের সাথে বিরোধ বাঁধে শ্বশুর মকবুল মিয়া ও তার ছেলের। শ্বশুর আসার খবর পেয়ে বাড়িতে আসেন সেলিম। এ সময় শ্বশুর ও শালাকে এলোপাতাড়ি রডের আঘাত ও ধারালো অস্ত্রের কুপে গুলুতর আহত করা হয়। আহত অবস্থায় শ্বশুর মকবুলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির হত্যাকান্ডের সত্যতা ও ২ জন আটকের বিষয় নিশ্চিত করে বলেন, ঘাতক জামাই সেলিম উদ্দিনও আহত। তাকে পুলিশের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

 

You might also like