ছাতকে দুর্বৃত্তের দেয়া আগুনে স্বপ্নভঙ্গ হলো ২ হতদরিদ্র
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে গোয়ালঘর, গরু, ভেড়া, হাঁস, মোরগ পুড়লো হতদরিদ্র দু’টি পরিবারের। প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ১৫ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।ছাতক থেকে সংবাদদাতা জানান, দোলারবাজার ইউনিয়নের আলমপুর গ্রামের আব্দুল মুতলিবের পুত্র মৃত মজলুফর আলীর ও মুহিবুর আলীর পৃথক দু’টি খড়ের ঘর, একটি গোয়াল ঘরসহ ৮টি গরু, ৫টি ভেড়া ও ২০টি হাঁস-মুরগী পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে হঠাৎ গরু ও ভেড়ার চেঁচামেচিতে মুহিবুর আলীর ঘুম ভাঙ্গে। তিনি বের হয়ে দেখেন ঘরে আগুন লেগেছে। এ সময় তিনি চিৎকার করলে গ্রামের অন্য লোকজন জড়ো হয়ে আগুন নেভাতে সহযোগিতা করেন। এতে অর্ধেক ঘর পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত মুহিবুর আলী জানান, ‘আগুনে আমার ঘরসহ হাঁস-মুরগি পুড়ে যায়। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। আমাদের বিকেলে খাওয়ার উপায় নাই। জানি না কে বা কারা এ রকম শত্রুতা করেছে। আল্লুাহ তাদের বিচার করবেন।এলাকার মুরব্বি গিয়াস মিয়া জানান, ‘মৃত মজলুফর আলীর পরিবারের লোকজন অন্যের গরু ভাগাভাগিতে লালন-পালন করে। গরুসহ ঘরের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ খবর পেয়ে দোলারবাজার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অন্য কিছুতে আগুন লাগার মতো কিছু পাইনি, গতরাতে বিদ্যুৎ ছিল না। বাকিটা অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো।