ছাতকে ‘ব্রিজ একাডেমি’তে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ ইংরেজি মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমিতে যথ যোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। আজ শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একাডেমির হলরুমে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্টান ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ব্রিজ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদের সভাপতিত্বে ও শিক্ষিকা সুমিতা দাস এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,একাডেমির পরিচালক রফিকুল ইসলাম কিরন। এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ তালুকদার, একাডেমির পরিচালক সোহেল আহমদ, রোটারিয়ান সুজন দে, একাডেমির শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দ শিক্ষক/শিক্ষিকা প্রমুখ।সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করেন শিক্ষার্থীরা। সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্টানের সুচনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্টান পরিচালনা করেন একাডেমির সিনিয়র শিক্ষিকা অগ্রণী গোস্বামী। শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।