ছাতকে ব্রিজ একাডেমিতে অনলাইনে পরীক্ষা ও মূল্যায়ন সম্পন্ন
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘ ছুটির কারণে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হয়ে উঠে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ ‘ব্রিজ একাডেমি’তে অনলাইনে পাঠদান কার্যক্রমের ১ম পরীক্ষা ও মুল্যায়ন সম্পন্ন করা হয়েছে।সপ্তাহব্যাপি অনুষ্টিত এ মূল্যায়ন পরীক্ষা সোমবার সম্পন্ন হয়। এতে একাডেমির ৯৭ ভাগ শিক্ষার্থী অংশগ্রহন করে।
এ বিষয়ে ব্রিজ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ বলেন,করোনা পরিস্থিতি শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করি।৬ সপ্তাহের ধরে অনলাইনে ক্লাস করছেন শিক্ষার্থীরা।তিনি আরো বলেন,যদিও অনলাইন টিচিং শিক্ষার্র্থীদের জন্য একটি নতুন প্লাটফর্ম।শ্রেণিকক্ষে শিক্ষক সহজেই ক্লাস নিয়ন্ত্রণ এবং একই সঙ্গে সব শিক্ষার্থীর কাজ মূল্যায়ন করতে পারেন।শিক্ষক শ্রেণিকক্ষে কম মনোযোগী শিক্ষার্থীদের শনাক্ত করতে পারেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্লাসে আকৃষ্ট করতে পারেন।সে ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ আমাদের যথেষ্ট সহযোগীতা করেছেন।