ছাতকে লাখ চাঁদা না দেওয়ায় ব্যাবসায়ীর উপর হামলা, জীবন মৃত্যুর সন্ধিক্ষনে সাইদুল ইসলাম

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে এক লাখ টাকা দাবীকৃত চাঁদা না দেয়ার ঘটনায় অতর্কিত হামলার শিকার হয়েছেন ওয়ার্কশপ মালিক ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম। অভিযোগ উঠেছে সাইদুল ইসলাম এর ওয়ার্কশপ ঘরে প্রবেশ করে দাড়ালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয়রা গুরুত্ব আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে ভর্তি করা করা হয়। পরে তার অবস্থা আশংকজনক হওয়ায় জরুরী ভিত্তিতে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবার সুত্র জানায় সে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

জানা যায়, গত ১২ফেব্ররুয়ারি আলী হোসেনের নেতৃত্বে এক দল সন্ত্রাসীরা তার দোকানে এসে এক সপ্তাহের মধ্যে এক লাখ টাকার চাঁদা দেওয়ার দবি করা হয়। তাদের কথামতো এক সপ্তাহের মধ্যে সাইদুল ইসলাম টাকা না দেয়ায় গত ২৩ ফেবরুয়ারি উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ধারনবাজারে দিনদুপুরে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে গত ২৭ ফেবরুয়ারি সুনামগঞ্জ আমল গ্রহনকারি জুডিসিয়াল ম্যাজিষ্ট্রিট আদালতে চিহিৃত চাঁদাবাজ আলী হোসেন, মোহাম্মদ আলী ও আক্তার হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন।এ নালিশী অভিযোগটি সুনামগঞ্জ আমল গ্রহনকারি জুডিসিয়াল ম্যাজিষ্ট্রিট আমলে নেন।এ নালিশী অভিযোগটি হামলা ও চাঁদাবাজির ধারায় মামলা রুজু করার জন্য থানার অফিসার ইনচাঁর্জকে নির্দেশ দিয়েছেন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রিট।এ বিষয়ে ছাতক থানার ওসি মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যাস্ত থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

You might also like