ছাতকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সহ আহত-৪

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী ও শিশুসহ ৪ জন আহত হয়েছেন। গুরতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধারন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের কাকুরা গ্রামের হতদরিদ্র মনির মিয়ার মেয়ে শিলা বেগম (২২), মনির মিয়ার ছেলে বউ আখলুছ মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (২৫), তাদের শিশু কন্যা নিলিমা বেগম (৬), ও মোটর সাইকেল আরোহী জাহিদ হাসান (২৪)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জনা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ঈদের কেনাকাটা করে বাড়ী ফিরছিলেন হতদরিদ্র একই পরিবারের শিলা বেগম, আম্বিয়া বেগম ও শিশু কন্যা নিলিমা। ধারন বাজার এলাকায় নামার পর সড়ক পারাপারের সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কৈতক ২০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। আম্বিয়া বেগম ও শিশু কন্যা নিলিমার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় মোটরসাইকেলটি আটক করে স্থানীয় আব্দুল আলিম নামে একজনের বাড়ীতে রাখা হয়। তবে আব্দুল আলিম তার বাড়ীতে মোটর সাইকেল থাকার কথা অস্বীকার করেছেন ।এ বিষয়ে ট্রেড ওয়ার্ক লি: সিলেটের হাউজিং এস্টেট ব্রাঞ্চ ম্যানাজার ইয়াদ আলী পরিচয়ে বলেন, মোটর সাইকেলে আমার ছেলে ও ইঞ্জিনিয়ার ছিল। তারাও আহত হয়েছে। ঘটনার পর মোটর সাইকেলটি কয়েকজন রেখে দেন। তবে তাদের নাম পরিচয় জানা নেই। শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষনিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তিনি আরো বলেন, আমি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। সার্বক্ষনিক আহতদের খোঁজ খবর নিচ্ছি।এ বিষয়ে জয়কলস হাইওয়ে থানা (ধারন বাজার) ওসি সেলিম আহমদ বলেন, ঘটনাটি কেউ বলেনি। তবে মোটর সাইকেলের বিষয়টি আব্দুল আলিমকে জিজ্ঞেস করেছিলাম সে অস্বীকার করেছে।

You might also like