ছাতকে সম্পদের জন্য বৃদ্ধ মা-বাবাকে নির্যাতনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে সম্পদের জন্য বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও নিজ ঘরে তালা বন্ধ রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের মৈশাপুর গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় হানিফ উল্লাহর স্ত্রী অনেকজান বিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে হানিফ উল্লাহ ও অনেকজান বিবি দম্পতির ছেলে নুনুহর আলীসহ ৪ জনকে অভিযুক্ত করা হয়। হানিফ উল্লাহ ও অনেকজান বিবির অভিযোগ তাদের ছেলে অভিযুক্ত নুনুহর আলীকে প্রায় ২০ বছর পূর্বে তার অংশের সম্পত্তি বুঝিয়ে দিয়ে আলাদা করা হয়। এমন কি বিভিন্ন কারণে ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে এফিডেভিট করে নুনুহর আলীকে ত্যাজ্যপুত্র করা হয়। এরপরও নুনুহর আলী তার অংশে আরো সম্পত্তি দাবী করে বিভিন্ন সময় মা-বাবাকে মারপিট করে আসছে।

সর্বশেষ সোমবার (১৪ আগষ্ট) বিকাল ৫.০০ ঘটিকার সময় মায়ের ঘরে প্রবেশ করে সম্পত্তি লিখে দেওয়ার জন্য বলেন নুনুহর আলী। এতে মা অনেকজান বিবি রাজি না হওয়াতে নুনুহর আলী, তার স্ত্রী রেছনা বেগম, ছেলে সাইদ মিয়া ও সুনু মিয়া সংঘবদ্ধ হয়ে মারপিট করেন। এ সময় অনেকজান বিবির অন্যান্য ছেলেরা তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে ছেলে ইলিয়াছ আলীকে মারপিট করে আহত করা হয়। আহত ইলিয়াছ আলীকে ছাতক উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।এ বিষয়ে অনেকজান বিবি বলেন, ছেলের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ট হয়ে পড়েছি। আমার স্বামীকে ঘরে তালা বদ্ধ করে রেখেছে। আমি কোনভাবে পালিয়ে থানায় অভিযোগ দিতে এসেছি। অনেকজান বিবি ছাতক থানার ওসি ও সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয়ে অভিযুক্ত নুনুহর আলী মা-বাবাকে মারপিট করার বিষয়টি অস্বীকার করেছেন। তবে নুনুহর আলীর ছেলে মুহিবুর রহমান তার চাচা আরশ আলীর সাথে মারপিটের ঘটনা স্বীকার করেছেন।ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনা স্থলে যাওয়ার পথে রয়েছে।

You might also like