ছাতকে সরকারি জায়গায় রাস্তা দখল নিয়ে হামলা-পাল্টা হামলা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে সরকারি জায়গার রাস্তা দখলকে কেন্দ্র করে দু-পরিবারের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।ছাতক থেকে সংবাদদাতা জানান, এ দুই পরিবারের হামলা-পাল্টা হামলায় দু’পক্ষের ২জন আহত হয়েছেন। উভয়পক্ষের মধ্যে সরকারি জায়গা দখল নিয়ে পূর্ববিরোধ ছিল। এসব বিষয় নিয়ে ৭ মে রোববার রাতে প্রথম দফায় প্রতিপক্ষ হামলা করে মনোয়ারা বেগমকে (৩০) আহত করেছে। মনোয়ারা বেগম গ্রামের মৃত ইন্তাজ আলীর কন্যা। পরদিন ৮ মে সোমবার বিকেলে দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডার একপর্যায়ে পাল্টা হামলা করে মনোয়ারার পক্ষের লোকজন।এতে আহত হন নুরুল হক (৫৫)। তিনি নোয়াগাঁও গ্রামের জমসিদ আলীর পুত্র। দ্’ুদিনের দু’দফা হামলায় একপক্ষের মহিলা ও অপর পক্ষের একজন পুরুষ আহত হন। আহত দু’জনকে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।ছাতক থানার এসআই এখলাস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনায় এ পর্যন্ত কোন মামলা হয়নি।

You might also like