ছাতকে সাজির পাড়া সৈয়দ বাড়ির ওয়াজ মাহফিল সম্পন্ন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লার সাজির পাড়া সৈয়দ বাড়ির বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন করা হয়েছে। বুধবার ভোর রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন করা হয়। আলহাজ্ব সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও হাফিজ আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদী। প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহ কালু শাহ চান্দ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ মাহফুজুর রহমান, মাওলানা কারি গিয়াস উদ্দিন, ছাতক জালালিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আলী আসগর খান। অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন তাতিকোনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনিসুল হক, মাওলানা হাফিজ কারি রিয়াজ উদ্দিন। এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন হাফিজ আলী হোসেন, হাফিজ মাওলানা শহিদুল ইসলাম, মহল্লার মূরব্বি হাজী আব্দুল খালিক, হাজী সৈয়দ লিটু মিয়া এডভোকেট গোলাম জিলানী কুতুব, আব্দুল আউয়াল, সৈয়দ জাহাঙ্গীর আলম, সৈয়দ মেহেদী হাসান প্রমূখ। মাহফিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মহল্লার মুরব্বি সৈয়দ গোলাম মর্তজা। জিকির আজগার খতমে খাজেগান ও শিরনী বিতরনের মাধ্যমে মাহফিল সম্পন্ন করা হয়।

You might also like