ছাতকে সাড়ে ৫ হাজার কেজি চিনিসহ আটক ১
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৫,৪৫০ কেজি ভারতীয় চিনি ও ১টি পিকআপ ভ্যানসহ ১ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।ছাতক থেকে সংবাদদাতা জানান, ৯ সেপ্টেম্বর শনিবার ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ ইউনিয়নের সুনামগঞ্জ থেকে সিলেটগামী মহাসড়কের উপর এই অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামের মৃত কাছম আলী ছেলে সাদেক মিয়া (২৮) কে ভারতীয় ১০৯ বস্তা চিনিসহ ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।এ ব্যাপারে ছাতক-দোয়ারা সার্কেলের এএসপি রণজয় চন্দ্র মল্লিক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।