ছাতকের চরেরবন্দে সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি মামলা দায়ের

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক পৌরসভার চরেরবন্দ গ্রামে অটোরিক্সার সিরিয়ালকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার চরেরবন্দ গ্রামের ওয়াব আলী ছেলে মো: জুলাই মিয়া বাদী হয়ে মামলা (নং-০৮) ১৮.০৮.২০২২২ ইং দায়ের করা হয়। এতে একই গ্রামের মৃত.চান মিয়ার ছেলে খালেদ মিয়া, নওশাদ মিয়ার ছেলে জুবের মিয়া, সাব্বির আহমদ, রাব্বি মিয়া, মৃত. সিরাজ মিয়ার ছেলে আলী আহমদ, মৃত. তেরা মিয়ার ছেলে জাবেদ মিয়া, নবী হোসেনসহ ১০ জনকে আসামী করা হয়। মামলাটি ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৪২৭/১১৪ পেনাল কোড, ছাতক থানায় রুজু করা হয়।

মামলার এজহার সুত্রে জানা যায়, মো: জুলাই মিয়া গং ছাতক বাজারে অটোরিক্সা ও মিশুক গাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। গত শনিবার (১৩ আগষ্ট) ছাতক বাজার মেহতাজ শপিং সিটির সামনে থাকা অটোরিক্সার লাইনে কে কার আগে যাবে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনার জেরে ঐদিন দিন রাত আনুমানিক ৯ ঘটিকার সময় দেশীয় প্রাণ নাশক অস্ত্র দা, রামদা, লোহার রড নিয়ে প্রতিপক্ষের লোকজন মো: জুলাই মিয়া গংদের বসতঘরে হামলা চালায়। ইটপাটকেল দ্ধারা ঢিল ছুড়িয়া ঘরের টিনের চাল নষ্ট করে প্রতিপক্ষের লোকজন। এ সময় প্রতিপক্ষের লোকজন মাসুক মিয়ার মুদি দোকানে প্রবেশ করে ৩৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। সমছু মিয়ার চাল ও মোরগের দোকানে প্রবেশ করে ভাংচুর করে আনুমানিক ২৫ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়। প্রতিপক্ষের লোকজন কোন কোন বসত ঘরে ঢিল ছুড়িয়া ঘর নষ্ট ও দোকানের সাটারে ছেদ মেরে আনুমানিক ১ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়। এ সময় আমজাদ আলী, বাবুল মিয়া আহত হন। আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে এজহারে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে ছাতক থানার ওসি মাহবুবুর রহমান পাল্টা পাল্টি মামলা দায়েরর সত্যতা নিশ্চিত করেছেন।

You might also like