ছাতকের ব্রিজ একাডেমিতে অভিভাবকদের নিয়ে দু’দিন ব্যাপি কর্মশালা সম্পন্ন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ শিশুদের শিক্ষা ও মেধা বিকাশে অভিভাবকদের সম্পৃক্ততা নিয়ে সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জস্থ ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমিতে প্রতি বছরের ন্যায় দু’দিনব্যাপি কর্মশালা সম্পন্ন হয়েছে। আজ সোমবার দুপুরে দু’দিনব্যাপি এ কর্মশালা সম্পন্ন হয়। এতে সেশন-২০২২ এ নতুন ভর্তি হওয়াসহ একাডেমির শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ গ্রহন করেন। কর্মশালায় ৫ টি বিষয়ের উপর গুরত্ব আরূপ করেন প্রশিক্ষকরা।

অভিভাবক, শিক্ষক ও শিক্ষিকাদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে আলোচনা করেন একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ, বাসা-বাড়ীতে শিশুদের যতœ বিষয়ে আলোচনা করেন সিনিয়র শিক্ষিকা অগ্রণী গোস্বামী, জলি ফোনিক্স বিষয়ে আলোচনা করেন শিক্ষিকা সুমিতা দাস, শিশুর মেধা বিকাশে সুষম খাদ্য বিষয়ে আলোচনা করেন শিক্ষিকা তামান্না নিজাম, একাডেমির পরিবশের সাথে সেশন-২০২২ এ নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের খাপ খাইয়ে নেয়া বিষয়ে আলোচনা করেন শিক্ষিকা গীতশ্রী মজুমদার।এ বিষয়ে ব্রিজ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ বলেন, শিশুদের শিক্ষা ও মেধা বিকাশে অভিভাবকদের সম্পৃক্ততা নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও দু’দিন ব্যাপি কর্মশালা সম্পন্ন হয়েছে। । এই কর্মশালার মধ্য দিয়ে ছাত্র-শিক্ষক ও অভিভাবকের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষিকাদের সেতু বন্ধন শিক্ষার্থীদের মেধাবিকাশ ও ভাল ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাসা-বাড়ীতে শিশুদের বেশি বেশি সময় দেওয়ার জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি অনুরোধ জানান একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ।

You might also like