জকিগঞ্জে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপির মতবিনিময়
সত্যবাণী
সিলেট অফিসঃ জকিগঞ্জে সিলেট-৫ আসনের নবনির্বাচিত এমপি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী মতবিনিময় করেছেন।
জকিগঞ্জ থেকে সংবাদদাতা জানান ২৪ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও আফসানা তাসলিম।
ইউএনও কার্যালয়ের সিএ আব্দুল ফাত্তাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৫ আসনের এমপি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, মাওলানা আব্দুস ছবুর, জেলা পরিষদ সদস্য ইফজাল চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, থানার ওসি মো. জাবেদ মাসুদ, জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.আজির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দার, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএজি বাবর, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আ’ লীগ নেতৃবৃন্দ, প্রবাসী নেতৃবৃন্দসহ আরো অনেকে।
প্রধান অতিথি জকিগঞ্জের সমস্যা নিরসনে পদক্ষেপ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এরআগে নবনির্বাচিত এমপি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী উপজেলা পরিষদ চত্বরে পৌঁছুলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সমস্যা নিরসনে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।