জগন্নাথপুর করোনা আশঙ্কায় পত্রিকা কিনতে পাঠকদের অনীহা
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা আশঙ্কায় পত্রিকা কিনতে অনীহা প্রকাশ করছেন পাঠকরা।এতে বিপাকে পড়েছেন পত্রিকা বিক্রেতারা।এমনিতেই দেশ লকডাউনে থাকায় জগন্নাথপুরে গত প্রায় ৩ মাস পত্রিকা আসেনি।পহেলা জুন থেকে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসার পর থেকে আবার পত্রিকা পাওয়া যাচ্ছে। তবে করোনা আশঙ্কায় সরকারি অফিসপাড়া,প্রশাসন,পুলিশ,ব্যাংক-বীমা সহ সব ধরণের পাঠকরা পত্রিকা কিনতে চাইছেন না বলে জগন্নাথপুর উপজেলা সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য জানান। যে কারণে পত্রিকা ব্যবসায় গুনতে হচ্ছে লোকসান। তাই পত্রিকা বিক্রি বন্ধ করে দেয়ার মতো অবস্থা চলছে।তিনি প্রশ্ন রেখে বলেন, পত্রিকায় যদি ভাইরাস ছড়ায়, তাহলে টাকায় কি ছড়ায় না।টাকা তো সবাই লেনদেন করছেন। তবে পত্রিকায় বেলায় কেন এমন অনীহা বুঝতে পারছি না।
যদিও বর্তমানে তথ্য-প্রযুক্তির আশির্বাদে মানুষ মুহুর্তের সংবাদ মুহুর্তে পাচ্ছেন। ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমের কারণে দিনে দিনে চাপা পড়ে যাচ্ছে প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রিন্ট গণমাধ্যম।মাত্র কয়েক বছর আগেও পত্রিকা পাওয়ার আশায় পাঠকরা গুনতেন অপেক্ষার প্রহর।কখন আসবে হকার।আজ সেই চিরচেনা প্রিন্ট পত্রিকাকে করছেন অবহেলা। তা কোন অবস্থায় মেনে নেয়া যায় না।