জগন্নাথপুরে আগুনে পুড়ে ১ কোটি টাকার ক্ষতি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র পৌর পয়েন্টে টিএন্ডটি রোডে মিক্সফোড’র পিছনে থাকা প্রায় ৫টি দোকানের গোদামসহ আশেপাশের দোকানগুলো আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসসহ স্থানীয় ব্যবসায়ীরা প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরমধ্যে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
জগন্নাথপুর থেকে সংবাদদাতা জানান, ১৫ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টায় জয় গোপালের লেপ-তোষক গোদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ধীরে ধীরে পাশে থাকা প্রদীপ দেবের তেলের গোদাম, রাজু ইলেকট্রনিক্সের গোদাম, রিয়া ট্রেডাসেৃর গোদাম, ওষুধের দোকানসহ আশেপাশের কয়েকটি দোকান ও গুদাম পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।খবর পেয়ে জগন্নাথপুরের ইউএনও সাজিদুল ইসলাম, ওসি মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মধুসূধন ধর, উপজেলা বিদ্যুৎ অফিসের উপ-প্রকৌশলী আবুল আজাদ পাভেলসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।ওসি মিজানুর রহমান বলেন, জগন্নাথপুর বাজারে ৫টি গোদাম পুড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘটনার শুরুতে পুলিশসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও দোকানগুলো টিনের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।সুনামগঞ্জ জেলার ফার্য়ার সার্ভিসের উপ-পরিচারক তারেক আহমেদ ভুঁইয়া বলেন, আমরা আগুন লাগার সাথে সাথে প্রথমে একটি ইউনিট কাজ করে পরে আরো দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানিয়েছে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

You might also like