জগন্নাথপুরে শ্রীরামসী গণহত্যা দিবস পালিত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে শ্রীরামসী গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩১ আগস্ট বুধবার আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শহীদ স্মৃতি সংসদের আয়োজনে শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে স্থাপিত স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।পরে শহীদ স্মৃতি সংসদের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি বাবুল মিয়া, নূর মোহাম্মদ জুয়েল, সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শহীদ স্মৃতি সংসদের সাবেক ধর্ম সম্পাদক আব্দুর রাজ্জাক। সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ স্মৃতি সংসদ সদস্যবৃন্দ ও শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।

You might also like