জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিক উল্লাহ খান মাসুদ আর নেই।হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন)।জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আতিক উল্লাহ খান মাসুদ বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান।হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার আগেই মৃত্যু হয়েছে।

You might also like