জনদুর্ভোগ চরমে সিলাম-মোহাম্মদপুর সড়কের বেহাল দশা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকেরবাজার থেকে রুস্তমপুর নয়াবাজার পর্যন্ত সিলাম মোহাম্মদপুর সড়কের পীচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন থেকে সড়কটি সংস্কার না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।দক্ষিণ সুরমা থেকে সংবাদদাতা জানান, হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.)-এর মাজার পার হয়ে ছুবার বাড়ীর মোড়, শাহ তৈয়ব ছয়লানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, পশ্চিমপাড়া মোড়ে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এসব স্থানে পানি জমে আরো গর্ত হচ্ছে। ক্বারী সাবের বাড়ীর সামনে, কমিউনিটি ক্লিনিকের সামনে, রুস্তমপুর স্কুলের সামনে রাস্তার গর্তগুলো খুবই ঝুঁকিপূর্ণ।

এক তথ্য অনুসন্ধানে জানা গেছে, সিলাম-মোহাম্মদপুর সড়ক নামে এলজিইডি দক্ষিণ সুরমার অধীনে এই সড়কটি ছিল। ‘রহস্যজনক’ কারণে সড়কটি তেলিবাজার-জালালপুর নামে বর্তমানে রাস্তাটির নামকরণ করায় সেই সড়কটি নিয়মিত সংস্কার করা হয়। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় যানবাহনের যন্ত্রাংশ বিনষ্ট হচ্ছে প্রতিনিয়ত। রাস্তার অবস্থা বেহাল থাকায় যানবাহনের ভাড়া বেড়েছে। রোগী নিয়ে এই সড়কে চলাচল দুরূহ। সংশ্লিষ্টরা এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন শিগগিরই সড়কের সংস্কার কাজ শুরু হবে। তবে এখনো কাজ শুরু না হওয়ায় জনমনে অসন্তোষ বাড়ছে। সামান্য বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই সড়কের বিভিন্ন স্থানে ময়লা পানি জমে থাকে। এ অবস্থায় জনসাধারণের চলাচল কষ্টকর হয়ে পড়ে।

You might also like