জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায়- এমপি রতন
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।শনিবার বিকেলে উপজেলার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নবী হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জেলা পরিষদের সদস্য ও জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত চৌধুরী, সহ সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. জহিরুল হক
তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, মো. দুলাল মিয়া, অসীম চন্দ্র তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু। অন্যান্যদের মাঝে জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, সাবেক যুগ্ন আহবায়ক মুকবুল হোসেন আফিন্দী, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান, আওয়ামীলীগ নেতা এড. আব্দুল খালেক, মো. আবুল কালাম সরকার, মো. মানিক মিয়া, হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের জামালগঞ্জ উপজেলার সভাপতি শাহানা আল আজাদ, সিলেট মহানগর ছাত্রলীগের নেতা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনফর আলী টুকু, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সাবেক স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবু তাহের তালুকদার, যুবলীগের নেতা কাশেম আখঞ্জী, ইমরান আলী তালুকদার, মো. রুবেল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো. আল আমিন, ভীমখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. খোকন মিয়া, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. শহীদ মিয়া, ইউপি সদস্য মো. বাবুল মিয়া প্রমুখ। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, দলে প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা থাকলেও দলের স্বার্থে দেশের স্বার্থে সবাই মিলে মিশে দলীয় কার্যক্রম পরিচালনা করা দরকার। আগামী জুলাই মাসের ১৭ তারিখ কর্মী সমাবেশ অনুষ্টিত হবে, এতে সকলের উপস্থিতি থাকার জন্য অনুরোধ করেন। তিনি আরও বলেন আমরা বঙ্গবন্ধুর সৈনিক, সবাই আওয়ামীলীগের দলীয় পতাকা তলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।