জাতির পিতার আদর্শ অনুসরণ করে আজীবন গণমানুষের কাজ করতে চাই :মিলাদ গাজী এমপি
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ জাতীয় সংসদে রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) বলছেন, ‘বঙ্গবন্ধুর একজন সহচরের সন্তান হিসেবে আজীবন জাতির পিতার আদর্শ অনুসরণ করে আজীবন গণমানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আমার বাবা মরহুম দেওয়ান ফরিদ গাজী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর ও মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক। বাবার সাহচার্য্যরে সুবাদে বঙ্গবন্ধুকে আমি খুব কাছে থেকে দেখেছি। সেই কিশোর বয়স থেকেই বঙ্গবন্ধু ও আমার বাবার আদর্শ লালন করে কাজ করচ্ছি। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে জনগণের সেবায় আমি নিবেদিত।
নবীগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ১২ আগস্ট শনিবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন।
এমপি মিলাদ গাজী আরও বলেন, জাতির পিতাকে যারা হত্যা করেছে তারা শুধু তাঁকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা জাতির পিতার পরিবার ও বিশ্বস্ত ১৮জন সদস্যকে হত্যা করেছে। তারা মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারীদের ধ্বংস করতে চেয়েছিল। এই চক্র ভেবেছিল জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে একটি আদর্শ, একটি দেশকে ধ্বংস করে দেবে। তারা একটি দেশের স্বপ্ন ও চেতনাকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় আজ প্রমাণিত হয়েছে, আন্তর্জাতিক চক্রের ক্রীড়নক খুনিরা যে উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তা সফল হয়নি। তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের স্বপ্নযাত্রা শুরু হয়েছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ২১ বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, গণতান্ত্রিক শাসনের অধিকার এবং বাংলাদেশের মানুষের ভাতের অধিকার।
ওয়ার্ড আ’লীগ সভাপতি সদর মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুকুতের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান নোমান আহমেদ, দেবপাড়া ইউপি সদস্য ওবায়দুর রহমান, মায়ারুন বেগম, ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি আব্দুল বারিক, বাহুবল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দুলাল মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান তালুকদার প্রমুখ।