জাতীয় পতাকা অবমাননায় মুক্তিযোদ্ধা সংসদের স্মারকলিপি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সিলেটে পাকিস্তানী মালিকানাধীন হাবিব ব্যাংক এর শাখায় ঝাড়ুর সাথে জাতীয় পতাকা বেঁধে জাতীয় পতাকা অবমাননা করায় শাস্তির দাবী জানিয়ে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মরকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ। ২১ আগস্ট রোববার দুপুরে জেলা প্রশাসক মো. মজিবর রহমানের কাছে তাঁর কার্যালয়ে এ স্মারকলিপি দেয়া হয়।বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার সুব্রুত চক্রবর্তী জুয়েল, আব্দুস শহিদ পান্না, অরবিন্দু দাস, রজনী কান্ত দাস, প্রীতি কুসুম চৌধুরী, জমির উদ্দিন, রইছ আলী, তশিদ আলী, রাকেশ সরকার, পরিতোষ দাস, কছির মিয়া, অমলেন্দু দাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তাস কমান্ডের আহ্বায়ক মনোজ কপালী মিন্টু, সদস্য সচিব এম এইচ বিশ্বাস পারভেজ প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পাকিস্তানী মালিকানাধীন এ ব্যাংকের স্বাধীনতা বিদ্বেষী আচরণে সাধারণ জনগণের সাথে জাতির অতন্দ্র প্রহরী মুক্তিযোদ্ধারা বিস্মিত ও স্তব্দ। ব্যাংক কর্তৃপক্ষের ঔদ্বত্ব ও অপরাধ সীমাহীন। জাতীয় শোক দিবসে সারাদেশে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হয়। সকল সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। কিন্ত এদিন হাবিব ব্যাংক ঝাড়ু বেধে জাতীয় পতাকার অবমাননা করায় ব্যাংকের লাইসেন্স বাতিল ও সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য স্মারকলিপিতে দাবি জানানো হয়।

You might also like