জাতীয় শোক দিবসে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিনামূল্যে চিকিৎসা প্রদান

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় সিলেট জেলার গরীব দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা প্রদান করেন, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. নাজমুল হাসান এবং সিলেট সেক্টরের মেডিক্যাল অফিসার ডা. ফাহমিদা জাহান।বিকেল ৩টা পর্যন্ত চলা এ মেডিক্যাল ক্যাম্পেইনে প্রায় ৭০০ জনকে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। সার্বিক তদারকি করেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মোঃ হাসান আরাফাত (পিএসসি) ও সিলেট সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান (বিজিবিএম, পিএসসি, জি)। এছাড়াও উপস্থিত ছিলেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী (পিএসসি) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

You might also like