জামায়াত একটি জঙ্গি সংগঠন :পরিকল্পনামন্ত্রী
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জামায়াত যে একটি জঙ্গি সংগঠন, সেটা দেশের মানুষ জানে। তাই জামায়াত জাতীয় নির্বাচন করতে পারবে কি না, তাদের নিবন্ধন দেয়া হবে কি না, সেটা সরকারের দেখার বিষয় নয়। ওটা নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে সরকার তা মেনে নিব।শান্তিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ৯ সেপ্টেম্বর শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের (৫ম তলা) প্রশাসনিক কাম মাল্টিপারপাস ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সামনের জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, সেটা দেশের মানুষ জানে। সেই সুষ্ঠু নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।দেশের ব্যাংকখাত নিয়ে মন্ত্রী বলেন, দেশে ব্যাংকখাতগুলো থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। সরকার এর জন্য স্পেশাল কোনো আইন তৈরি করবে না।এ সময় আরও উপস্থিত ছিলেন ইউএনও মো. আনোয়ার-উজ জামান, শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।