জামালগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্ভোধন
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাচনাবাজারে সামাজিক দুরত্ব বজার রেখে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্ভোধন করা হয়েছে।বৃহষ্পতিবার সাচনাবারের সোনিয়া ষ্টোরের দুতলায় ব্যাংকিং কেন্দ্র উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সিলেট বিভাগীয় জোন প্রধান শিকদার মো:শিহাবুদ্দীন।
ইসলামী ব্যাংক সুনামগঞ্জ জোশাখার ব্যবস্থাপক (এফ.এ.বি.পি) মো: রবি উল্লাহ’র সভাপতিত্বে ও সমাজকর্মী মো: তোফাজ্জুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্জ মো:রেজাউল করিম শামীম, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো: নূরুল হক আফিন্দী,সাচনাবাজার মাদ্রার শিক্ষা সচিব মাওলানা এখলাছুর রহামান, ইসলামী ব্যাংক এর জুনিয়র ইনচার্জ আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো: মাসুক মিয়া, মাও: হাবিবুর রহমান, চাইল্ডকেয়ার কি-ার গার্টেনের প্রধান শিক্ষক মো: ফখরুল আলম চৌধুরী, নয়াদিগন্ত’র জেলা প্রতিনিধি সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, উপজেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল আল-আজাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাচনাবাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ইনচার্জ আ:ছাত্তার মামুন।
বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ব্যাংক বিশে^র ১’শত ব্যাংকের মাঝে একটি ব্যাংক। এই ব্যাংক সবার আমানতদারী ব্যাংক সকল শ্রেণী পেশার মানুষের প্রায় সোয়া কোটি গ্রাহক রয়েছেন।ইসলামী শরীআহ মোতাবেক এই ব্যাংক পরিছন্ন ভাবে লেনদেন পরিচালনা করছে।সবার দোয়া আন্তরিক ভালবাসায় ইসলামী ব্যাংক বিশে^র মাঝে একটি ভালো অবস্থানে পৌঁছে লাল-সবুজের বাংলাদেশ কে অর্থনৈতিক সমৃদ্ধে সুনাম এনে দিচ্ছে। সানাবাজার কেন্দ্র উদ্ভোধনের মধ্য দিয়ে ভাটি অঞ্চলের মানুষের ও প্রবাসীদের লেনদেনের জন্য নতুন মাত্রা সংযোজন হলো।সবার ভারবাসা ও সহযোগীতায় একদিন জামালগঞ্জেও ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা উদ্ভোধনের আশা ব্যাক্ত করেন বক্তারা।কেন্দ্র উদ্ভোধন অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাশীল সমাজের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।