জামালগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উদযাপন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে জামালগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উদযাপন করা হয়েছে। শনিবার সকালে জামালগঞ্জ থানার উদ্যোগে জামালগঞ্জ কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম এর সভাপতিত্বে এস আই মোশাররফ হোসেন এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তাহিরপুর – জামালগঞ্জ সার্কেলের এ এসপি বাবুল আখতার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) বীনা রানী তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানি আফিন্দী রাজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ভীমখালী ইউনিয়ন চেয়ারম্যান দুলাল মিয়া, বেহেলী ইউনিয়ন চেয়ারম্যান অসীম তালুকদার, সাচনা বাজার ইউনিয়ন চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আতাউর রহমান। আরও বক্তব্য রাখেন, সাংবাদিক ফোরাম সভাপতি ওয়ালীউল্লাহ্ সরকার, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন,আক্তারুজ্জামান, সাবেক ইউপি সদস্য একলিমুর রাজা চৌধুরী, ইউপি সদস্য গোলাম হোসেন, সমির আলী প্রমূখ। উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান,প্রেসক্লাবের কোষাধক্ষ দিল আহমেদ ইউপি সদস্য আনোয়ার হোসেন, হাবিবুর রহমান, আলী আহমদ, আশিক নূর, শহিদুল ইসলাম, ওয়াকিবুর রহমান, মহিলা মেম্বার রেহেনা আক্তার,মনেচা বেগম প্রমুখ।
প্রধান অতিথি বাবুল আখতার বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছে।

ফলে মাদক,নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়।এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় আগাম তথ্য দিয়ে কমিউনিটির সদস্য তথা সমাজের মানুষ পুলিশকে সহযোগিতা করতে পারেন। ফলে জনবান্ধব পুলিশিংয়ের পথ সুগম হওয়ার পাশাপাশি অপরাধ দমনে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিত্যনতুন অপরাধ মোকাবিলায় প্রজ্ঞা ও প্রযুক্তির মেলবন্ধনে বাংলাদেশ পুলিশে নতুন ধারার পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। কমিউনিটি পুলিশিং চর্চার মাধ্যমে জনগণের সহযোগিতায় জনপ্রত্যাশা পূরণ করে ‘জনগণের পুলিশ’ হয়ে উঠবে মুজিববর্ষের কমিউনিটি পুলিশিং ডে-২০২০ এই আমাদের প্রতিজ্ঞা ।

You might also like